Posts

Showing posts from October, 2022

কাচা ছোলা

Image
 রোজ সকালে ঘুম থেকে উঠে খালি পেটে কাঁচা ছোলা খাওয়া শরীরের জন্য খুবই উপকারী। প্রতি ১০০ গ্রাম খাদ্যপযোগী ছোলায় আমিষ প্রায় ১৮ গ্রাম, কার্বোহাইড্রেট প্রায় ৬৫ গ্রাম, ফ্যাট মাত্র ৫ গ্রাম, ২০০ মিলিগ্রাম ক্যালসিয়াম, ভিটামিন – এ, প্রায় ১৯২ মাইক্রোগ্রাম , প্রচুর পরিমাণ ভিটামিন বি-১, এবং ভিটামিন বি-২ রয়েছে।

সবার শীর্ষে তাসকিন

Image
 সবার শীর্ষে তাসকিন তিন ম্যাচের দুটিতে জয়। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে মূলপর্বে বাংলাদেশের সেরা সাফল্য এটি। চলমান বিশ্বকাপে দুই জয়ের পেছনেই বড় অবদান টাইগার পেসার তাসকিন আহমেদের।

পারল না আয়ারল্যান্ড

Image
 পারল না আয়ারল্যান্ড, বড় লাফ অস্ট্রেলিয়ার বাউন্ডারি লাইনে দাঁড়িয়ে ম্যাকার্থির দুর্দান্ত ফিল্ডিং কিংবা লোরকান টাকারের হার না মানা ব্যাটিং। ম্যাচজুড়েই অস্ট্রেলিয়ার বিপক্ষে বুক চিতিয়ে লড়ে গেছে আয়ারল্যান্ড। তবে শেষ পর্যন্ত ইংল্যান্ড ম্যাচের মতো আরেকবার রূপকথা হয়নি ব্রিসবেনে। ৪২ রানের বড় জয় পেয়েছে অস্ট্রেলিয়া। সেই সঙ্গে পয়েন্ট টেবিলে শীর্ষ দুইয়ে উঠে এসেছে ফিঞ্চের দল

Sakib khan Actor

Image
১৯৯৯ সালে ‘অনন্ত ভালোবাসা’ দিয়ে চলচ্চিত্রে আগমন করেন শাকিব খান (Shakib Khan)। নৃত্যপরিচালক আজিজ রেজার ভাই পরিচয়ে এবং তার অকৃপণ সহযোগিতায় মাসুদ রানা চলচ্চিত্রে এসে শাকিব খান নাম ধারণ করে চলচ্চিত্রে অনন্য রেকর্ড সৃষ্টি করেন। প্রথমে দ্বিতীয় ও তৃতীয় নায়ক হিসেবে অসংখ্য ছবিতে কাজ করার পর পরে প্রধান নায়ক হিসেবে শাকিব দেশীয় চলচ্চিত্রের ইতিহাসে সর্বোচ্চ পারিশ্রমিক নেয়ার রেকর্ড সৃষ্টি করেন। ব্যস্ততা, জনপ্রিয়তা, দাপট ইত্যাদি সবদিক দিয়ে সবাইকে ছাড়িয়ে যান তিনি। বিএমডিবি-তে শাকিব খান সম্পর্কে সকল সংবাদ পাবেন এখানে শাকিব খান চারবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারের শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার অর্জন করেন। তার পুরস্কারপ্রাপ্ত চলচ্চিত্রগুলো হল ‘ভালবাসলেই ঘর বাধা যায় না’ (২০১০), ‘খোদার পরে মা’ (২০১২), ‘আরো ভালবাসবো তোমায়’ (২০১৫) ও ‘সত্তা’ (২০১৭)। চলচ্চিত্র অঙ্গনে দীর্ঘদিন ধরেই শাকিব খান এবং অপু বিশ্বাসের বিয়ের গুঞ্জন চললেও দুজনেই অস্বীকার করে এসেছেন। শবনম বুবলির সাথে জুটি বেঁধে কাজ করতে শুরু করার পর বিষয়টি প্রকাশ্যে আসে। শোনা যায়, অপু বিশ্বাসের গর্ভে শাকিবের একটি পুত্র সন্তানও রয়েছে। এ বিষয়ে শাকিব অস...