পারল না আয়ারল্যান্ড

 পারল না আয়ারল্যান্ড, বড় লাফ অস্ট্রেলিয়ার

বাউন্ডারি লাইনে দাঁড়িয়ে ম্যাকার্থির দুর্দান্ত ফিল্ডিং কিংবা লোরকান টাকারের হার না মানা ব্যাটিং। ম্যাচজুড়েই অস্ট্রেলিয়ার বিপক্ষে বুক চিতিয়ে লড়ে গেছে আয়ারল্যান্ড। তবে শেষ পর্যন্ত ইংল্যান্ড ম্যাচের মতো আরেকবার রূপকথা হয়নি ব্রিসবেনে। ৪২ রানের বড় জয় পেয়েছে অস্ট্রেলিয়া। সেই সঙ্গে পয়েন্ট টেবিলে শীর্ষ দুইয়ে উঠে এসেছে ফিঞ্চের দল


Comments

Popular posts from this blog

'I agonized over it': Behind the scenes with the reporter who uncovered the RFK Jr./Olivia Nuzzi story

Flick: García's Red Card Completely Changed the Game Against Barcelona